আবুধাবি, ০৯ ফেব্রুয়ারি- সংযুক্ত আরব আমিরাতে গত বছর থেকে দেশটির সরকার পর্যটক ও ব্যবসায়ীদের ভ্রমণ ভিসা সিথিল করেছে। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে নারী পাচারকারী ও আদম ব্যবসায়ী দালাল চক্র। ইমিগ্রেশন ব্যুরোর ছাড়পত্রের ঝামেলা না থাকায় তারা বাংলাদেশি নারী শ্রমকিদের ভালো কাজ দেওয়ার কথা বলে আমিরাতে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত করতে বাধ্য করছে। সম্প্রতি ভুক্তভোগী কয়েকজন বাংলাদেশি নারী শ্রমিকদের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকায় বুধবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের তত্ত্বাবধানে বরগুনার সরোয়ার নামে দালাল চক্রের এক সদস্য আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার এক নারী শ্রমিক (পাসপোর্ট নং- বিএক্স ০৫১৩২৬০) গত বছরের ৭ নভেম্বর ভ্রমণ ভিসায় দুবাই যান। স্থানীয় বাংলাদেশি দালাল চক্র তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে দুবাইয়ের একটি ফ্ল্যাটে ভয়ভীতি প্রদর্শন করে অনৈতিক কাজে লিপ্ত করতে বাধ্য করেন। সেখান থেকে কোনোভাবে পালিয়ে দুবাই কনস্যুলেটে এসে দেশে ফেরার সাহায্য চাইলে তাকে আর্থিক, মানসিক ও দাফতরিক সহযোগিতা দেওয়া হয়। পরে গত বছরের ১৫ নভেম্বর তাকে দেশে পাঠানো হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দালাল চক্রের মূলহোতা সরোয়ারকে আটক করা হয়। একইভাবে গত বছরের ১০ অক্টোবর ও ১৪ নভেম্বর নেত্রকোনার দুই নারী শ্রমিক দুবাই পৌঁছালে দালাল চক্র একই কায়দায় ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে তাদের ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে। সেখান থেকে তারা অন্যের সাহায্যে পালিয়ে এসে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ দুজনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই বিষয়ে কথা হলে বাংলাদেশ কনস্যুলেটে দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান বলেন, মূলত নারী শ্রমিকদের ভিসার জন্য ইমিগ্রেশনে আবেদন করলে বাংলাদেশের ইমিগ্রেশন ব্যুরোর ছাড়পত্রের প্রয়োজন হয়। কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে পাসপোর্ট ও ছবি দিয়েই ভিসা বের করে নেওয়া সম্ভব। এতে করে দালাল চক্র বাসা-বাড়ি, পার্লার, কফি হাউজে কাজ দেওয়ার কথা বলে নারী শ্রমিকদের আমিরাতে নিয়ে আসে। পরে তাদের সঙ্গে প্রতারণা করে অনৈতিক কাজ করতে বাধ্য করে। যারা পালিয়ে এসেছে আমরা তাদের সবাইকে সুযোগ-সুবিধা দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। ইকবাল হোসাইন খান আরও বলেন, এই ঘটনায় দালাল চক্রের এক সদস্য সরোয়ারকে বুধবার আটক করা হয়েছে। আটক প্রক্রিয়া চলমান থাকবে। তিনি বলেন, নারী শ্রমিকদের দালালদের ফাঁদে পা না দিয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তাদের আমিরাতে পাঠানোর ক্ষেত্রে ইমিগ্রেশন আইন আরও কঠোর করার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমএ/ ০৩:২২/ ০৯ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Bt6BMU
February 09, 2019 at 09:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন