পরীক্ষায় বসে ফেসবুক লাইভ কলেজ ছাত্রীর

বর্ধমান, ৩ মার্চঃ নিত্যদিন মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়ে সারা রাজ্যে শোরগোল পড়েছিল। এবার পূর্ব বর্ধমানের কালনা কলেজের পরীক্ষা দিতে দিতেই ফেসবুক লাইভ করলেন এক ছাত্রী। যা নিয়ে কার্যত হইচই শুরু হয়ে গিয়েছে। ফেসবুক লাইভে দু’বার প্রশ্নপত্রও দেখিয়েছেন ওই ছাত্রী। ঘটনার কথা জানার পর ওই ছাত্রীকে তলব করে কলেজ কর্তৃপক্ষ। অভিভাবকদের উপস্থিতি নিয়ে ছাত্রীর মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। আপাতত তিনি আর পরীক্ষা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কলেজ। কীভাবে সকলের নজর এড়িয়ে ওই ছাত্রী ফোন নিয়ে পরীক্ষা দিতে ঢুকলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই ছাত্রী জানিয়েছেন, মজা করার জন্যই তিনি এই কাজ করেছিলেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তিনি ভুল স্বীকার করে নিচ্ছেন। কালনা কলেজের অধ্যক্ষ তাপস সামন্ত বলেন, ‘ওই ছাত্রী বসার আসন ছিল হলের পিছনের দিকে। পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র হাতে পাওয়ার পরই ফেসবুক লাইভ করতে শুরু করে। ঘটনায় আমরা হতবাক। গোটা বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H8hIyF

March 03, 2019 at 12:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top