জমি না মেলায় হরিপুরে আটকে ডলোমাইট প্রকল্পের কাজ

বীরপাড়া, ৩ মার্চঃ জমি না মেলায় বীরপাড়ার দলগাঁও রেলস্টেশন চত্বর থেকে রাঙ্গালিবাজনার হরিপুরে ডলোমাইট প্রকল্প স্থানান্তরিত করার কাজ আটকে গিয়েছে। প্রায় ১৪ মাস আগে বীরপাড়া থেকে মুজনাই রেলস্টেশনের কাছে রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের হরিপুরে প্রকল্পটি স্থানান্তরিত করার কাজ শুরু হয়। এজন্য ২০১৭-১৮ অর্থবর্ষে ১০ কোটি টাকা মঞ্জুরও হয়। তবে জমি না মেলায় প্রকল্পের কাজ আটকে রয়েছে। রেলের আলিপুরদুয়ারের ডিআরএম সি ভি রমণ বলেন,  ওই প্রকল্পের কাজ করতে রেলের জমি ছাড়াও আরও প্রায় সাত একর জমি দরকার। রাজ্য সরকার জমি না দেওয়া পর্যন্ত কাজ শেষ করা সম্ভব নয়। তিনি বলেন, রেললাইনের পাশে রেলের যেটুকু জমি রয়েছে তাতে প্রাথমিক কাজ করা হয়েছে। রাজ্য সরকারের কাছে জমি চাওযা হয়েছে। জমি পেলেই কাজ সম্পূর্ণ হবে।

বীরপাড়ায় দলগাঁও রেলস্টেশন চত্বরে সারাদিন ধরে ওয়াগনে ডলোমাইট ওঠানো-নামানোর কাজ চলে। জনবহুল এলাকায় সারাদিন ধরে ডলোমাইট ওঠানো-নামানোর ফলে ডলোমাইটের গুঁড়ো ভেসে বেড়ায় বাতাসে। বীরপাড়াবাসী এর ফলে দীর্ঘদিন ধরে দূষণের শিকার হচ্ছেন। এছাড়া প্রতিদিন ডলোমাইট বোঝাই ডাম্পার বীরপাড়ার ভেতর দিযে যাতায়াত করায় যানজটে জেরবার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।  দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। পাগলি ভুটান থেকে ডলোমাইট নিযে বীরপাড়ার দলগাঁও রেলস্টেশন চত্বরে নামিয়ে দেয় ডাম্পারগুলি। সেখান থেকে ওয়াগনে বোঝাই করে বিভিন্ন জায়গায় ডলোমাইট সরবরাহ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ডলোমাইটের ধুলোয় প্রায় সারাদিনই বীরপাড়ার একটা বড়ো অংশ ঢেকে থাকে। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের তরফে যেমন বীরপাড়ায় ডলোমাইট প্রকল্প স্থানান্তরিত করার দাবি উঠেছে, তেমনই রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে বিস্তর কাদা ছোড়াছুড়িও হয়েছে।   অবশেষে ২০১৮র জানুযারি মাস থেকে বীরপাড়ার ডলোমাইট প্রকল্প রাঙ্গালিবাজনার হরিপুরে সরিয়ে নিযে যাওযার কাজ শুরু হয়। কিন্তু চালু হওয়ার কয়েক মাস পরই বন্ধ হয়ে যায় সেই কাজ।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত একর জমির উপর প্রকল্পটি তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ডলোমাইট ওঠানো-নামানোর জন্য এখানে ৭০০ মিটার লম্বা ও ৩০ মিটার চওড়া কংক্রিটের আলাদা জায়গা থাকবে। এছাড়া মার্চেন্ট অফিস, শ্রমিকদের বিশ্রামের জন্য আলাদা ঘর থাকবে। রেল জানাচ্ছে, জমির জন্য দীর্ঘদিন আগেই রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। তবে এখনও পর‌্যন্ত জমি না মেলায় প্রকল্পের কাজ আটকে গিয়েছে। ভূমি ও ভূমিসংস্কার দপ্তর অবশ্য জানিয়েছে, জমির বিষয়টি প্রক্রিযার মধ্যে রয়েছে।

বীরপাড়ার বাসিন্দা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা বলেন, রাজ্য সরকার জমি হস্তান্তর করলেই হরিপুরে স্থানান্তরণের কাজ সম্পূর্ণ হবে। হরিপুরে প্রচুর খাসজমি রয়েছে রাজ্য সরকারের হাতে। এতে ডলোমাইটের দূষণ থেকে মুক্তি পাবেন বীরপাড়ার বাসিন্দারা। আলিপুরদুয়ারের জেলা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক দীপঙ্কর পিপলাই বলেন, জমির বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রেল দপ্তর সাত একরের কিছু বেশি জমি চেয়েছে। ওই এলাকার বেশ কিছু জমিতে স্থানীয়দের পাট্টা দেওয়া রয়েছে। বিষয়টি নিযে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Vys5PY

March 03, 2019 at 12:40PM
03 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top