কেপটাউন, ৩ মার্চ- দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম (৪৬) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকায় তার বাড়ি। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল শনিবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরে এ খবর পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। জহিরুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে। নিহতের স্ত্রীর বড় ভাই বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান জহির। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন জহির। এ সময় সন্ত্রাসীরা এসে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় জহিরকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর/০৮:১৪/০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2C1p8A6
March 03, 2019 at 04:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top