হাওড়া, ১৭ মার্চ- বাংলায় তৃণমূল ৪২টি আসনই পাবে৷ এই কামনায় প্রার্থীদের জয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাযজ্ঞ হল হাওড়ায়। রবিবার সকালে ২৬ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় রামজী হাজরা লেনের যুব সংসদ ক্লাবের মাঠে এদিন এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। লোকসভায় রাজ্যের ৪২ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ের কামনায় এদিন এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। তারাপীঠের পুরোহিতরা এই হোম-যজ্ঞে অংশ নেন। মঞ্চ সাজানো হয়েছিল ৪২ জন প্রার্থীর ছবি দিয়ে। বিশাল ফ্লেক্সে লেখা ছিল ৪২ এ বিয়াল্লিশ। সেই কামনাতেই এদিন মহাযজ্ঞ করা হয়। এই হোমযজ্ঞে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, ২৬ নং ওয়ার্ড যুব সভাপতি জয়দীপ মুখোপাধ্যায় প্রমুখ। এদিন অরূপ রায় বলেন, ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। গত উপনির্বাচনে দুলাখ থেকে ভোট বেড়ে ৫ লাখ হয়েছে। মহেশতলা বিধানসভায় ১২ হাজার বেড়ে ৬২ হাজার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। যত কুৎসা অপপ্রচার মিথ্যাচার চক্রান্ত হয়েছে ততো সমর্থন বেড়েছে। ২০১৪তে ৫ দফায় নির্বাচন হয়েছিল। আমরা ৩৪টা আসন পেয়েছিলাম। এবার আধা সামরিক বাহিনী এনে নির্বাচন করতে পারে। তিনি এদিন আরও বলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন থাকবেন। আমরা ৪২টা আসনই পাব। যে সমস্ত অপচেষ্টা চক্রান্ত ভয় দেখানোর চেষ্টা চলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এসব অশুভ শক্তির নাশ হয়ে জয় যেন আমাদের সুনিশ্চিত হয়। প্রতিকূল অবস্থা কিছু নেই। সবটাই অনুকূল। ভয়ঙ্কর চক্রান্ত ষড়যন্ত্র চলছে। টাকার বান্ডিল নিয়ে ঘুরছে বিজেপি নেতারা। এলাকার লোক নেই। বাইরে থেকে লোক এনে টাকাপয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যজ্ঞের উদ্যোক্তা তৃণমূল নেতা শ্যামল মিত্র বলেন, আমরা ৪২ এ ৪২ পেতে চাই। ৪২ জন প্রার্থীর শুভকামনায় এই যজ্ঞ করেছি। সকলেই জিতে সংসদে যেতে পারেন সেই কামনা রয়েছে আমাদের। তারাপীঠের পুজারিরা এসেছেন। হোম হয়েছে। বগলামুখী পূজা হয়েছে। সকলের মঙ্গল কামনা করছি আজকে। এন এ / ১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Y233Lo
March 17, 2019 at 11:29PM
17 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top