হেলাপাকড়ি, ২৪ মার্চঃ হেলাপাকড়ি শ্মশান ঘাটে কালি মন্দির নির্মাণের কাজ শুরু করলেন মহিলারা। রবিবার খুঁটি পুজো করে নতুন মন্দির নির্মাণের কাজ শুরু করেন তারা। উল্লেখ্য, কয়েক বছর ধরে এখানে শ্মশান কালি পুজো করে আসছে মহিলা পরিচালিত নবদিশা দুর্গা বাহিনী। সংগঠনের সম্পাদিকা পাঞ্চালি রায়ডাকুয়া বলেন, ‘শ্মশান ঘাটটিতে সন্ধ্যে হলে মদের মেলা বসতো। শ্মশানের পাশের রাস্তা দিয়ে মহিলাদের যাতায়াত করাই মুশকিল হয়ে পড়েছিল। অঞ্চলের একমাত্র শ্মশান ঘাঁটিকে রক্ষা করতে মহিলারা একত্রিত হয়ে ‘নবদিশা দুর্গাবাহিনী’ গঠন করে মদের বিরুদ্ধে আন্দোলনে নামেন। আন্দোলনের জেরে মদারুরা শ্মশানঘাট ছাড়তে বাধ্য হয়।’ শ্মশান ঘাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কমিটির মহিলারা চাঁদা তুলে পাকা মন্দির তৈরির কাজ শুরু করলেন এদিন।
সংবাদদাতাঃ উৎপল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TVREOA
March 24, 2019 at 10:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন