তথ্য বলছে বয়স ৩১। নিজের মতো করে বলিউডের জায়গা শক্ত করছেন এই অভিনেত্রী। সঙ্গে রয়েছে পারিবারিক ফিল্মি ব্যাকগ্রাউন্ড। এখন সবার প্রশ্ন সোনাক্ষী সিন্হার বিয়ে কবে? কয়েক দিন পরে অভিষেক বর্মণের কলঙ্ক-এ সোনাক্ষীকে অনস্ক্রিন দেখবেন দর্শক। বেশ কিছুদিন পররুপোলি পর্দায় দেখা যাবে তাঁকে। সদ্য মুম্বাইতে সে ছবির প্রচারে হাজির ছিলেন সোনাক্ষী। তাঁর সঙ্গে ওই ছবিরই আরও দুই অভিনেতা আলিয়া ভট্ট এবং বরুণ ধবনও ছিলেন। সেখানেই জানতে চাওয়া হয়, তিনজনের মধ্যে কে আগে বিয়ে করবেন? এ প্রশ্নেরই উত্তর দেন নায়িকা। সোনাক্ষী বলেন, আলিয়া আর বরুণের আগেই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করে সেটল হতেই চাই। কিন্তু পাত্র কই? সঠিক পাত্রের অপেক্ষায় রয়েছি এখন। সোনাক্ষী, বরুণ, আলিয়া ছাড়াও সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আদিত্য রয় কপূরের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ কলঙ্ক। মুক্তি পাবে আগামী এপ্রিলেই। এমএ/ ০৮:২২/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HR610b
April 01, 2019 at 02:26AM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top