মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ফ্রান্স

প্যারিস, ১৫ মার্চঃ জইশ প্রধান মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ফ্রান্স সরকার। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতদের তালিকায় মাসুদের নাম অন্তর্ভুক্তি করার বিষয়ে উদ্যোগী ফ্রান্স।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জইশ-ই-মহম্মদ। তারপর থেকে জইশ প্রধানকে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে কালো তালিকাভুক্ত করার দাবি জানিয়েছিল ফ্রান্স। তা নিয়ে অ্যামেরিকা ও ব্রিটেনের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সরব হয় ফ্রান্স। কিন্তু চিনের ভেটোর কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2W4XBFR

March 15, 2019 at 02:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top