কলকাতা, ২৬ মার্চ- বুধবার কালীঘাট থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। কালীঘাটে যে দলীয় কার্যালয় রয়েছে, সেখান থেকে ইস্তেহার প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মনে করছে দেশে এবার মোদী সরকারের পতন হবে। গঠিত হবে জোট সরকার। সেই সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। এমনটাই আশা করছে পশ্চিমবঙ্গের শাসক দল। এমন প্রতিফলন বা বার্তা থাকবে ইস্তেহারে। রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে বাংলা কীভাবে দেশে অগ্রণী ভূমিকা নিয়েছে, সেই সাফল্যের কথাও থাকতে পারে ইস্তেহারে। এছাড়াও, রাজ্যে গত আটবছরে সরকার কী কী উন্নয়নের কাজ করেছে, সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরা হতে পারে ইস্তেহারে। এর মাধ্যমে এই বার্তা দেওয়ার চেষ্টা যে, কেন্দ্রে জোট সরকারে তৃণমূল অংশগ্রহণ করলে কোন ধরনের উন্নয়ন দেশে হতে পারে। সেই উন্নয়নের লক্ষে তৃণমূল কাজ করবে। সঙ্গে নতুন ভারত গড়ার বার্তাও দেওয়া হতে পারে ইস্তেহারে। ইস্তেহারে তৃণমূল বলতে পারে, দেশে এমন একটা সরকার তারা গড়তে চান, যা হবে প্রকৃত অর্থে জনমুখী। সেই সরকার কৃষি, শিল্প এবং কর্মসংস্থানের লক্ষেও কাজ করবে। মানুষের জন্য মানুষের সরকার গড়ার আহ্বান থাকতে পারে এই ইস্তেহারে। ধর্মনিরপেক্ষ সরকার গড়ার বার্তা থাকতে চলেছে এই ইস্তেহারে। এছাড়াও পিছিয়ে পড়া সমাজের আর্থ সামাজিক উন্নয়নের বার্তাও থাকতে পারে এই ইস্তেহারে। সংখ্যালঘুদের সুরক্ষার বার্তাও থাকতে পারে ইস্তেহারে। সূত্র: bengali.oneindia আর এস/ ২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FtJ5AP
March 27, 2019 at 03:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top