ঢাকা, ২৬ মার্চ- সারাদেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সারাদেশেই বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ এই দিনে হওয়া শহীদদের সম্মান জানাচ্ছেন। স্বাধীনতার ৪৮ বছর পালন করছে বিভিন্ন সভা-অনুষ্ঠানের মাধ্যমে। বাদ পড়েননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা সম্মান জানিয়েছেন শহীদদের। দেশের জনগণকে জানিয়েছেন শুভেচ্ছা। আজ মঙ্গলবার জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্ত্তোজা তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন- সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আইপিএল খেলতে ব্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মহান স্বাধীনতা দিবসের বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ফেসবুকে লিখেছেন, স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে। সাকিব আরও লিখেছেন, যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমরা তাদের প্রতি আজন্ম ঋণী থাকবো। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা। পেসার তাসকিন আহমেদ তার বার্তায় বলেছেন, মুক্তিযুদ্ধের শহীদদের কখনো ভোলা যাবে না। ফেসবুকে লিখেছেন, এটা আমাকে গর্বিত করে যে আমি এই মহান দেশের নাগরিক। আমাদের দেশের জন্য জীবন দেয়া বীরদেরকে কখনো ভোলা যাবে না। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ওপেনার এনামুল হক বিজয় বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বিত মনে করেন জানিয়ে লিখেছেন, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের পতাকায় নিজেকে মুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছেন মুশফিক। সঙ্গে লিখেছেন, স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দূর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোনো হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। আর এস/ ২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CCun9W
March 27, 2019 at 03:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top