নয়াদিল্লি, ২ মার্চঃ নিরাপত্তা বাড়ল নৌবাহিনী ও বায়ুসেনা প্রধানের। এতদিন Z শ্রেণির নিরাপত্তা পেতেন বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানরা। এবার তা বেড়ে সর্বোচ্চ Z+ শ্রেণির করা হল। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এক শুক্রবার এক বৈঠক হয়। সেখানে নৌবাহিনী ও বায়ুসেনা প্রধানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা পৌঁছেছে দিল্লি পুলিশের কাছে। নির্দেশ অনুসারে শনিবার সকাল থেকেই বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দেশের সর্বোচ্চ শ্রেণির Z+ নিরাপত্তায় মোতায়েন থাকেন মোট ৫৫ জন নিরাপত্তাকর্মী। এর মধ্যে থাকেন ১০ জন এনএসজি কমান্ডো। সেনাপ্রধান পদাধিকারবলেই Z+ শ্রেণির নিরাপত্তা পান। তাই তাঁর নিরাপত্তা আর বাড়়ানো হয়নি বলে জানানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NGL9sU
March 02, 2019 at 01:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন