অটোয়া, ২৯মার্চ- কানাডার রাজধানী অটোয়ায় এ বছর ২৬ মার্চ বাংলাদেশ দিবস হিসেবে উদ্যাপন করা হয়েছে। অটোয়ার মেয়র জিম ওয়াটসন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করেন। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার অব কানাডা (বিসিএসসিসি) ও কানাডা-বাংলাদেশ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের উদ্যোগে তিনি দিনটিকে বাংলাদেশ দিবস ঘোষণা করেন। এ উপলক্ষে অটোয়া সিটি হল প্রাঙ্গণে অটোয়ার মেয়র এবং স্থানীয় সাংসদ ও আয়োজক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে অটোয়া সিটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন সিটি মেয়র, হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূত। এ অনুষ্ঠানে দেশটির কেন্দ্রীয় সাংসদ চন্দ্র আরিয়াসহ বিশিষ্ট ব্যক্তি ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অটোয়ায় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। ২৬ মার্চ স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ ভবনে হাইকমিশনার মিজানুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করেন। এ সময় হাইকমিশনার, তাঁর সহধর্মিণী নিশাত রহমান, হাইকমিশনের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। সন্ধ্যায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন হোটেল ডেলটা অটোয়া সিটি সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব কামাল খেরা এমপি। এ ছাড়া দেশটিতে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়িক সংগঠনের নেতা এবং অটোয়া, মন্ট্রিয়ল ও টরন্টো শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামাল খেরা বাংলাদেশ ও কানাডার বন্ধুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার কথা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমপিজি) বাস্তবায়নে বাংলাদেশের সফলতাসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অগ্রগতি ও উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশের সফলতার প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সরকারের ভূমিকার কথা উল্লেখ করে এ ক্ষেত্রে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। হাইকমিশনার মিজানুর রহমান তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত বিভিন্ন সফলতার কথা বর্ণনা করেন। তিনি কানাডার সঙ্গে বাংলাদেশের ক্রমবিকাশমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক যেমন বাণিজ্যিক, সামাজিক উন্নয়ন, বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতার কথা বর্ণনা দেন। তিনি বর্তমান সরকার গৃহীত ২০২১ ও ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে কানাডা সরকার ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার প্রত্যাশা করেন। বক্তব্যের পর প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে হাইকমিশনার ও তাঁর সহধর্মিণী এ দিবস উপলক্ষে কেক কাটেন। পরে কানাডাপ্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী। সবশেষে অভ্যাগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার দিয়ে নৈশভোজে আপ্যায়িত করা হয়। এ ছাড়া সকালের অনুষ্ঠানে হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মিয়া মো. মাইনুল কবির, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মো. সাখাওয়াৎ হোসেন, কাউন্সেলর (বাণিজ্য) মো. শাকিল মাহমুদ ও প্রথম সচিব (কনস্যুলার) অপর্ণা রানী পাল এ দিবস উপলক্ষে যথাক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। পরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের সহকারী কনস্যুলার কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি এইচ/০০:২৫/২৯মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K0R4Lh
March 29, 2019 at 06:27AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.