৮৮ বছরের রেকর্ড ভাঙল মেসির বার্সেলোনা। শনিবার (২ মার্চ) লা লিগায় রিয়াল মাদ্রিদ ১-০ হারিয়ে নতুন ইতিহাস গড়ে বার্সা। ৮৮ বছর রিয়ালের সঙ্গে জয়ের ব্যবধানে পিছিয়ে ছিল কাতালানরা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে হেড টু হেড এই প্রথম বারের মত এগিয়ে গেল মেসিরা। রিয়ালের বিপক্ষে মেসির বার্সার জয় আছে ৯৬টি। অপরদিকে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের জয় আছে ৯৫টি। এল ক্লাসিকোর উত্তেজনা ঠাসা এই ম্যাচটিতে একমাত্র গোলটি করেন রাকিতিচ। ম্যাচ শুরুর ২৬ মিনিটের সময় রিয়ালের জালে বল জড়ায় রাকিতিচ। আর এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। বিশ্বের ফুটবল প্রেমীদের গভীর আগ্রহ থাকে এল ক্লাসিকো ঘিরে। বিশ্বের তারকা ফুটবলারদের লড়াই দেখতে মুখিয়ে থাকেন সবাই। তবে এবারের এল ক্লাসিকোতে ফুটবল প্রেমীরা দেখল এক ক্ষিপ্ত মেসিকে। দ্বিতীয়ার্ধের বিরতির কিছু আগে বল দখলের লড়াই এর সময় সার্জিও রামোস কনুই দিয়ে আঘাত করেন মেশির মুখে রামোসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মেসি এর পরেই ক্ষিপ্ত হয়ে মেসি রামোসের দিকে তেরে গিয়ে মুখের সামনে আঙ্গুল নেরে কী যেন বলছিলেন কিন্তু রামোসও ছেড়ে কথা বলেননি। ক্ষিপ্ত মেসি ও ক্ষিপ্ত রামোসকে থামাতে শেষ পর্যন্ত রেফারি ছুটে আসে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TvoTY1
March 05, 2019 at 08:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top