ঢাকা, ২৬ মার্চ- ক্রিকেট বিশ্বকাপ আসন্ন। সেলক্ষ্যে অংশগ্রহণকারী সব দলই প্রস্তুতি ও পরিকল্পনা সেরে নিচ্ছে। যে যার মতো গুছিয়ে নিচ্ছে বিশ্বকাপ একাদশ। এবারের বিশ্বকাপে টাইগারদের কে কে পাচ্ছেন ইংল্যান্ডের টিকিট তা জানা যাবে ১৮ এপ্রিল। এদিন ঘোষণা করা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। এরপর আগামী ২২ এপ্রিল থেকে বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন। তবে বিশ্বকাপের স্কোয়াডে কারা স্থান পাবেন তা নিয়ে এখন থেকেই আলোচনায় মেতেছেন দেশের ক্রীড়া ভক্তরা। এ বিষয়ে লাল-সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেশ কয়েকবারই জানিয়েছেন স্কোয়াডের অন্তত ৮-৯ জন খেলোয়াড় প্রায় চূড়ান্ত। বাকি জায়গাগুলো নিয়ে বিশ্লেষণে বসা হবে বলে জানিয়েছিলেন তিনি। তবুও একই প্রশ্ন যেন থেকেই গেল। আজ একটি বডি স্প্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের একই প্রশ্নের মুখোমুখি হন তিনি। জবাবে মাশরাফি স্পষ্টভাবে বলেন, বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে আমার কোনো হাত নেই। তিনি বলেন, বিষয়টি আগেও পরিষ্কার করেছি এখনও করছি যে, আমি এই দল নির্বাচক নই। দল নির্বাচন আমার হাতে নেই। মাঠে নিজেদের সেরাটা পারফর্ম করেই বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। এর পর তিনি বলেন, আমাদের মূল ফোকাস আয়ারল্যান্ড সিরিজ এবং অবশ্যই বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পারফম্যান্সকে মূল্যায়ন করা হবে কি-না বিষয়ে মাশরাফি জানান, ঢাকার ক্রিকেটে রান করে বড় প্ল্যাটফর্মে ব্যর্থ হয়েছেন অনেকে। আবার ঢাকার ক্রিকেটে ব্যর্থ হয়েছেন কিন্তু আর্ন্তজাতিক ম্যাচে সফল হয়েছেন এমনও উদাহরণ রয়েছে। বিষয়টি সেভাবে গুরুত্ব পাচ্ছে না এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। তবে যারা রান করছে বা ভালো করছে তাদের বিষয়ে নির্বাচক প্যানেল ভাববেন জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচক প্যানেলই ঠিক করবে যে, কারা যাবে আর কারা যাবে না। উল্লেখ্য, বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে রয়েছে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ মে সে উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত আয়ারল্যন্ডের সিরিজের দিকেই মনোনিবেশ টাইগারদের। সূত্র: যুগান্তর আর এস/ ২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ftu4Pn
March 27, 2019 at 12:03AM
26 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top