পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪

নয়াদিল্লি, ২৬ মার্চঃ দক্ষিণ দিল্লির আবাসনে ভয়াবহ আগুন। বাড়ির অন্য বাসিন্দারা রক্ষা পেলেও বন্ধ ঘরে শ্বাসরোধ হয়ে মৃত্যু দুই কিশোরের। অন্যদিকে, উত্তরপ্রদেশের কৌশাম্বিতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আরও দুই নাবালকের।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিল্লির আবুল ফজল এনক্লেভের একটি চারতলা আবাসনের দোতলায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘণ্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিটের জেরে একতলার এলপিজি গুদামে আগুন লাগার পরে তা ছড়িয়ে পড়ে বলে অনুমান দমকলের। আগুনে সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে বাড়ির দোতলা। জানা গিয়েছে, আগুন লাগার পরে দোতলার একটি বন্ধ ঘরে দুই কিশোর আটকে পড়ে। ধোঁয়ায় দম আটকে তারা জ্ঞান হারায়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার মানঝানপুর থানার ফাজিপুর গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই নাবালকের। এদিন ভোরে তাদের কুঁড়েঘরে আগুন লাগলে বাবা, মা ও পাঁচ ভাইবোন বেরোতে পারলেও ঘরে আটকা পড়ে যায় দুই শিশু। জীবন্ত দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FrXgpN

March 26, 2019 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top