কলকাতা, ১২ মার্চ- সপ্তদশ লোকসভা নির্বাচনের জন্য আজ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক। আর তারপরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘোষণা, বিজেপির প্রার্থী তালিকাতেও অনেক চমক থাকবে। দিলীপ ঘোষ এদিন বলেন, আগামী ২-৩ দিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। সেই প্রার্থী তালিকায় অনেক চমক থাকবে। তিনি বলেন, অনেকে যোগাযোগ করছে। অনেকে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করছেন। প্রার্থী তালিকা প্রকাশ করলেই, সবাই সব উত্তর পেয়ে যাবে। উল্লেখ্য, আজ সৌমিত্র তো কাল অনুপম। তৃণমূলে ভাঙন অব্যাহত। এমনকি এও শোনা যাচ্ছে, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিজেপি তরফে ফোন গিয়েছে। সব্যসাচী দত্তের বিজেপি যাওয়ার জল্পনা রাজ্য রাজনীতিতে তোলপাড় হলে, তড়িঘড়ি তাঁর বাড়িতে সামাল দিতে হয় তৃণমূল নেতৃত্বকে। মাঝে মধ্যেও সেই আক্ষেপও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। দলের এমন পরিস্থিতে আজ প্রার্থী প্রকাশ করতে গিয়ে সোজাসুজি মমতা বলেন, বিজেপি আমায় বলতে পারতো। কিছু গদ্দার পাঠিয়ে দিতাম। বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ধার চাহিয়া লজ্জা দিবেন না। এ বার একটা সাইনবোর্ড লাগাতে হবে। তাঁর কথায়, বিজেপি চুপিচুপি বলতে পারতো কিছু ধার দাও। প্রার্থী দিতে পারছি না। তাহলে কিছু গদ্দার পাঠিয়ে দিতাম।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CbnCM7
March 13, 2019 at 06:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন