মুম্বাই, ১২ মার্চ- বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে বিশ্রামে দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনিকে। তার পরিবর্তে খেলতে নেমে বেশ বাজে কিপিং উপহার দেন ঋষভ পন্ত। যে কারণে ৩৫৮ রানের পাহাড় গড়েও জয় তুলতে পারেনি ভারত। মূলত তারপরই সমালোচনা হয় দলের ফিল্ডিং নিয়ে। সবচেয়ে বেশি কথা হয় ধোনির অনুপস্থিতি নিয়ে। অবশ্য সিরিজের তৃতীয় ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে বিশ্রাম নিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ধোনি। এছাড়া তার অনুপস্থিতি নিয়ে আরেক সাবেক তারকা স্পিনার বিষেন সিং বেদী বলেন, ভারতীয় বর্তমান ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনি যথেষ্ট সিনিয়র ক্রিকেটার। টিম ইন্ডিয়ার জন্য ধোনিকে খুব দরকার। কোহিলও চায় ধোনি দলে থাকুক। ধোনি না থাকলে কোহলি মাঠে মাথা গরম করে ফেলে। অন্যদিকে ধোনির না থাকা নিয়ে সাবেক তারকা ক্রিকেটার বেদী টুইটারে লেখেন, ধোনি ছাড়া কোহিল অর্ধেক অধিনায়ক। গত এক বছর ধরেই তো পরীক্ষা চলছে। এখনও দল তৈরি হল না! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পরীক্ষানিরীক্ষার দরকার ছিল বলে মনে করি না। সেরা দলটাকেই খেলালে ভালো হত।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HhgwKb
March 13, 2019 at 06:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top