গোয়ার নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

পানাজি, ১৯ মার্চঃ গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। সোমবার রাত ২টোয় রাজভবনে শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মৃদুলা সিনহা। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রামকৃষ্ণ দাভালিকর এবং বিজয় সরদেশাই।

মনোহর পর্রিকরের মৃত্যুর পর গোয়ার মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। আসন সংখ্যার বিচারে গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় বর্তমান বিধায়কের সংখ্যা ৩৬। কংগ্রেসের আসন সংখ্যা ১৪। বিজেপি-র আসন ১২। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটের হাতে আছে মোট ২১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় গতরাতে গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গড়ার দাবি জানিয়ে চিঠি দেয় কংগ্রেস। আবেদন করা সত্বেও তাদের সরকার গঠনে না ডাকায় ক্ষুব্ধ গোয়া কংগ্রেস।

তবে বিজেপি-র তরফে গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।
দলের তরফে সুনীল কউথাঙ্কর বলেন, ‘আমরা গোয়ার রাজ্যপালের এই অগণতান্ত্রিক পদক্ষেপের নিন্দা করি। উনি বিজেপি-র এজেন্ট হিসেবে কাজ করছেন। সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠন করতে দিলেন না তিনি।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2W6zTZD

March 19, 2019 at 12:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top