বিশ্বনাথে নৌকার বিজয় নুনু-হাবিব-জুলিয়া নির্বাচিত

received_294028471268892বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: দীর্ঘদিন পর ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট দিয়ে বিশাল ব্যবধানে নৌকা মাঝি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াকে নির্বাচিত করেছেন। উন্নয়ন বঞ্চিত উপজেলাবাসী নুনু মিয়ার বিশাল বিজয়ে এবার নিজেদের কাঙ্খিত উন্নয়ন পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

বিশ্বনাথ উপজেলার মোট ১ লাখ ৫০ হাজার ৬০৩ জন ভোটারের মধ্যে সোমবার অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৬১ হাজার ১৯ জন ভোটার নিজেদের ভোট প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৪০.৫০%। এরমধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে এস এম নুনু মিয়া ৩১ হাজার ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার কাছে বিপুল পরিমান ভোটে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। কাপ-পিরিছ প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ২৪৮ ভোট। অপর প্রার্থীদের মধ্যে আরেক স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিছবাহ উদ্দিন আনারস প্রতীকে ৯ হাজার ২৫৬ ভোট এবং ইসলামী ঐক্য জোট মনোনীত প্রার্থী কাজী মাওলানা রুহুল আমীন মিনার প্রতীকে ৫৫৪ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে ২২ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২১৪ ভোট। অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) আবদুর রহমান খালেদ চশমা প্রতীকে ৬ হাজার ৭০৫ ভোট, উপজেলা যুবদল নেতা (সদ্য বহিস্কৃত) জুবেল আহমদ উড়োজাহাজ প্রতীকে ৫ হাজার ৪৫৬ ভোট, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ৮৮২ ভোট, জেলা বিএনপির সদস্য (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন মাইক প্রতীকে ৩ হাজার ১৪৯ ভোট, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) আশরাফ উদ্দিন রুবেল টিয়া পাখি প্রতীকে ১ হাজার ২৮৮ ভোট, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী গ্যাস সিলিন্ডার প্রতীকে ৩৭৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৩৪ হাজার ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলিয়া বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী উপজেলা মহিলা দলের আহবায়ক (সদ্য বহিস্কৃত) নূরুন্নাহার ইয়াসমিন ফুটবল প্রতীকে ৮ হাজার ৩৭ ভোট পেয়েছেন। অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিস্কৃত) নাজমা বেগম প্রজাপতি প্রতীকে ৭ হাজার ৭৯৮ ভোট, জেলা মহিলা দলের সহ সভাপতি (সদ্য বহিস্কৃত) ও বিশ্বনাথ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৬ হাজার ৩৫ ভোট, নারীনেত্রী নেহারা বেগম পদ্মফুল প্রতীকে ১ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2OczMcp

March 19, 2019 at 12:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top