কলকাতা, ২৪ মার্চ- চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলল বিজেপি। সেই তালিকায় প্রকাশ হল বাংলার মাত্র একজনের নাম। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মাফুজা খাতুন। তিনি বামফ্রন্টের দুবারের বিধায়ক ছিলেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তিনি কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায় ও তৃণমূলের খালিদুর রহমানের বিরুদ্ধে লড়াই করবেন। বিজেপি প্রথম তালিকায় বাংলায় ২৮ জন প্রার্থীর নাম প্রকাশ করেছিল। তারপর চতুর্থ প্রার্থী তালিকায় মাফুজা খাতুনের নাম ঘোষণা হল। প্রথম দফার বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূল ছুটদের প্রাধান্য ছিল। তা নিয়ে ক্ষোভ এখনও প্রশমিত নয়। তারপর বাংলায় নতুন যে প্রার্থীর নাম এল, তিনিও বামফ্রন্ট থেকে আসা। এখনও বাংলায় ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করতে বাকি বিজেপির। ইতিমধ্যেই বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে কেন প্রার্থীর নাম ঘোষণা করতে এত দেরি করছে নেতৃত্ব। রাজনৈতিক মহলের ধারণা, দলীয় কোন্দলের জেরেই বিজেপির প্রার্থী ঘোষণায় দেরি হচ্ছে। বিজেপির দাবি, তাঁদের দল সর্বভারতীয় এবং সাংগঠনিক দল। দফায় দফায় আলোচনা করেই তাঁদের এগোতে হচ্ছে। এবং ধীরে ধীরে তা প্রকাশ করা হচ্ছে। আর/০৮:১৪/২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CzQv4T
March 24, 2019 at 08:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top