তপসীখাতায় সারাদিন গ্রাম দাপিয়ে বেড়াল দুই বাইসন

সোনাপুর, ১৫ মার্চঃ তপসীখাতায় সারাদিন গ্রাম দাপিয়ে বেড়াল দুটি পূর্ণবয়স্ক বাইসন। বনদপ্তর সূত্রে খবর, সম্ভবত বক্সা কিংবা চিলাপাতার জঙ্গল থেকে বেরিয়ে গভীর রাতে কোচবিহারের মরিচবাড়ি সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে বাইসন দুটি। সেখান থেকে আলিপুরদুয়ারের পাকুড়িতলা হয়ে তপসীখাতায় প্রবেশ করে। কোচবিহার, দমনপুর এবং চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের প্রায় ৮ ঘন্টার অভিযান চেষ্টায় ধরা হয় বাইসনদুটিকে। দমনপুরের রেঞ্জার নরেন দত্ত বলেন, ‘বাইসন দুটিকে তপসীখাতার কালজানি নদীর ধার থেকে উদ্ধার করে চিলাপাতার জঙ্গলে ছাড়া হয়েছে।’

সংবাদদাতাঃ নয়ন রায়



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JeEc3C

March 15, 2019 at 05:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top