ঢাকা, ১৭ মার্চ- ব্যান্ড জগতের রহস্যময় গল্প নিয়ে কামরুল হাসান নাসিমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম শিল্পীসত্তা। এতে উঠে এসেছে বাংলাদেশের পপ মিউজিকের ইতিহাস, সাফল্য, ব্যর্থতা ও উত্তরণের পথ। নাসিম বলেন, স্বাধীনতা পরবর্তীকালে আজম খান, ফেরদৌস ওয়াহিদ কিংবা ওমর খালিদ রুমির হাত ধরে যে ব্যান্ড সংগীতের বিকাশ, নানা সমালোচনা ও প্রতিকূলতা উতরে সে জায়গা থেকে মাকসুদ, মাইলস কিংবা সোলসের মতো ব্যান্ডগুলো প্রজন্মের কাছে পৌঁছে গিয়েছিলো। কিন্তু অডিও ইন্ডাস্ট্রির নানা বাঁকবদলের কারণে সংগীতাঙ্গনের অন্যান্য শাখার মতোই পপ মিউজিকেও একটা স্থবিরতা কাজ করছে। কেন এমন হবে, কেন ভালো গান আমরা লিখতে পারছি না, সুর করতে পারছি না সেসবেরই কিছু সমাধান টেলিফিল্মটির কাহিনির ভেতরে সুপ্ত আছে। সম্প্রতি রাজধানীর উত্তরা, বনানী, গুলশান ও গাজীপুরে শুটিং হয়েছে টেলিফিল্মটির। এতে অভিনয় করেছেন কামরুল হাসান নাসিম, নওশীন, শতাব্দী ওয়াদুদ, শাহেদ এবং হিল্লোল। এছাড়াও জিদান, করভী মিজান, আহসান হাবিব সুমন, সারাহ আল্মাস, এটি এম রাসেল, নীলম, এনি ওয়াটসন ও আয়শা এরিনকেও দেখা যাবে বিভিন্ন চরিত্রে। নির্মাতা জানালেন, টেলিফিল্মটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এন এ / ১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HCKsQm
March 17, 2019 at 08:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top