জয়পুর, ৩০ মার্চ- খেলার মাঠের হিসাবটা খুবই সহজ। ভালো খেলতে পারলে অর্থ, যশ, খ্যাতিসব লুটিয়ে পড়ে পায়ের তলায়। কিন্তু পারফরম্যান্সের ছন্দপতন হলেই তারকাখ্যাতির চূড়া থেকে খাদে পড়ে যাওয়া। বেশি দূর যেতে হবে না, ভারতীয় ক্রিকেটার কামরান খানের দিকে তাকালেই পরিষ্কার বোঝা যায় তা। একসময় বল হাতে আইপিএল মাতিয়েছেন কামরান। কিন্তু ২৮ বছর বয়সী সেই ক্রিকেটার এখন কাজ করেন ফসলের খেতে, সোজা বাংলায় বললে কৃষক। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারতেন। অ্যাকশনটাও তার অদ্ভূত ছিল। খোদ অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন বলেছিলেন, ভবিষ্যতের এক পেসার পেয়ে গেছে ভারত। ১৮ বছর বয়সী এই গতি তারকার জন্য একটি ডাকনাম খোঁজার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ওয়ার্ন। কিন্তু বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ায় ভাগ্যের পরিহাসে এখন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে হয় তাকে। খেলা বাদ দিয়ে কামরান মাঠে কাজ করছেন। হতাশাজনক বিষয়টি নিয়ে টুইটারে দেওয়া পোস্টে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। দুই বছর রাজস্থানের হয়ে খেলার পর ২০১১-তে পুনে ওয়ারিয়র্সের হয়েও মাঠে নেমেছিলেন। তবে পুনের হয়ে খেলার সময় সেই বোলিং অ্যাকশনই সমস্যায় ফেলেছিল এই বাঁহাতি পেসারকে। এ কারণে দল থেকে বাদ পড়েন কামরান। আইপিএল থেকে ছিটকে গিয়ে কিছুদিন হায়দরাবাদের স্থানীয় ক্লাবে খেলেছিলেন। কিন্তু বর্তমানে উত্তর প্রদেশের আজমগড়ের এই ক্রিকেটার চাষাবাদ করেন ভাইয়ের খেতে। তবে কৃষক পরিচয় নিয়েও সকাল ও সন্ধ্যায় ক্রিকেট অনুশীলন করেন বলে জানিয়েছেন কামরান। কামরান জানালেন, খেলোয়াড় থেকে কৃষক হয়ে যাওয়ায় অনেকেই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। কিন্তু আজকাল এসব আর পাত্তা দেন না। সকাল ও সন্ধ্যায় ক্রিকেট অনুশীলন করেন। বাকি সময়টা খেতের কাজ করেন। ঠাট্টা করায় খুব একটা কারও সঙ্গে মেশেনও না আইপিএলে সাড়া জাগানো এই পেসার। জীবন আসলেই কত অদ্ভূত! এন এ / ৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HO0eJ6
March 30, 2019 at 08:13PM
30 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top