মুম্বাই, ১৯ মার্চ- বলিউডের তরুণ অভিনেত্রী আলিয়া বাট। একের পর হিট ছবির নায়িকা। অভিনয়ের বাইরে সামাজিক কর্মকাণ্ড নিয়েও আলোচিত তিনি। সম্প্রতি তিনি ২৬তম জন্মদিন পালন করেছেন। আলিয়ার ড্রাইভার ও হেলপারের স্বপ্ন ছিল নিজেদের বাড়ি থাকবে। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে তা পারছিলেন না। আলিয়ার জন্মদিনে ড্রাইভার ও হেলপারের এমন স্বপ্নই পূরণ করেছেন তিনি। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সবাইকে অবাক করে দিয়ে নিজের ২৬ তম জন্মদিনে ড্রাইভার সুনীল ও হেলপার আনমলকে ৫০ লাখ রুপি করে দুটি চেক উপহার দিয়েছেন। খবরে বলা হয়েছে, এই এক কোটি রুপি দিয়ে মুম্বাইয়ে বাড়ি কিনবেন তারা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওই দুজন মুম্বাইয়ের জুহু গলি ও খান ডানডায় দুটি বাড়ি বুক দিয়েছেন। স্বপ্ন পূরণের জন্য আলিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। ২০১২ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে বলিউডে অভিষেক করেন বলি সুন্দরী আলিয়া ভাট। বলিউডযাত্রার শুরু থেকেই তার সঙ্গী ড্রাইভার সুনীল ও হেলপার আনমল। তারা সুখে দুখে সবসময় আলিয়ার পাশে ছিলেন। তাই আলিয়াও তাদের পাশে থাকছেন। এন এ / ১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UKw5NA
March 19, 2019 at 10:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top