কলকাতা, ৩১ মার্চ- আগেও বলেছেন৷ আবারও বললেন৷ মুখ্যমন্ত্রীকে গদ্দার বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ ২০১৭ সালে দল ছাড়ার পর থেকেই তাঁর দিকে ধেয়ে এসেছে গদ্দারের বিশেষণ৷ তবে একদা দলের সেকেন্ড ইন কম্যান্ডের নাম কখনও মুখে নেননি তৃণমূল নেত্রী৷ সহ্য করেছিলেন গেরুয়া দলের মুকুল৷ এরপর মুকুলের পথ অনুসরণ করে ভোটের মুখে জোড়াফুল ছেড়ে পদ্মফুলে নাম লিখিয়েছেন বেশ কয়েকজন৷ তারপরই মুখ খুলছেন মুকুল৷ উত্তর ২৪ পরগনার পলতায় অর্জন সিংয়ের প্রচারে গিয়ে জানালেন, গদ্দারিটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই শিখেছি৷ সব থেকে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে নিশানা কতরে এদিন বিজেপি নেতা মুকুল রায় বলেন, কংগ্রেস ওনাকে সব দিয়েছিল, তবুও উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আমরা তৃণমূল দল ছেড়ে দিয়েছি তাই আমরাও এখন গদ্দার হয়ে গেছি । কিছু দিন আগে পর্যন্ত আমি গদ্দার ছিলাম, এখন অর্জুন গদ্দার হয়েছে৷ পলতার শান্তি নগর মাঠে অর্জুন সিংয়ের সমর্থনে অনুষ্ঠিত এক কর্মীসভায় পলতার বিশিষ্ট কংগ্রেস নেতা গৌর বিশ্বাস দুহাজার অনুগামী ও মতুয়া ভক্তদের নিয়ে বিজেপিতে যোগদান করেন। দলত্যাগী ওই কংগ্রেস নেতা ও মতুয়া ভক্তদের হতে গেরুয়া দলের পতাকা তুলে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও কেন্দ্রীয় বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে কে কে শর্মার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সুপ্রিমো৷ বুধবার ইস্তেহার প্রকাশ করতে গিয়ে মমতা বলেন, এই ব্যক্তি আরএসএসের অনুষ্ঠানে গিয়েছিলেন ইউনিফর্ম পরে। ওঁকে কেন পর্যবেক্ষক করা হল? একজন বিজেপি প্রার্থীর স্বামীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি পুলিশ মোতায়েন করছেন ভোটে। কেন এঁদের দায়িত্ব দেওয়া হল? কমিশনকে বলব, দয়া করে খতিয়ে দেখুন। আরএসএসের অনুষ্ঠানে কে কে শর্মার উপস্থিতির ছবি প্রকাশ্যে আনে তৃণমূল৷ তারপরই কমিশন কে কে শর্মার নাম প্রত্যাহার করে বিবেক দুবের নাম পুলিশ পর্যবেক্ষক হিসাবে ঘোষণা দরেন৷ তৃণমূল নেত্রীর তোলা প্রশ্ন নিয়ে এদিন সরব হন মুকুল রায়৷ তাঁর পালটা প্রশ্ন, কেন তাহলে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের ধরনা মঞ্চে রাজ্যের পাঁচ আইপিএসকে দেখা গেল? কেকে শর্মার ক্ষেত্রে যদি সংবিধান লঙ্ঘন হয়ে তাকে তাহলে আইপিএসদের জন্য অন্য নিয়ম কেন? এমএ/ ০৫:৩৩/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2I1l9HH
March 31, 2019 at 11:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top