গত নভেম্বরে বিয়ে করেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের মধু সময় পার করে কাজেও ফিরেছেন দুজনই। তবে বিয়ে প্রসঙ্গ এখনও ছাড়ছে না তাদের। এর নমুনা পাওয়া গেল তাদের নতুন একটি কাজেও। এসির বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তারা। যেখানে সংসার জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করেছেন বাধাই হো চলচ্চিত্রের পরিচালক অমিত শর্মা। বিজ্ঞাপনের শুরুতেই রণবীর সিং বলেন, তার প্রেমিক জীবনটা ছিল অনেক কষ্টের। তাকে অনেক বিষয় দেখভাল করতে হতো। বিয়ের পর এগুলো থেকে মুক্তি পেয়েছেন। এই কথাতেই অভিমানী হয়ে ওঠেন দীপিকা। ১ মিনিটের এই বিজ্ঞাপনে তাদের খুনসুটিও ওঠে আসে। ছয় বছরে চুটিয়ে প্রেম করার পর গত নভেম্বরের ১৪-১৫ তারিখে তাদের বিয়ে হয়। ইতালির একটি দ্বীপে দুইদিনে দুই রীতিতে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। দেশে ফেরার পর টানা কয়েক সপ্তাহ চলে তাদের পার্টি। বিয়ের পর রণবীরের সিম্বা ছবিটি মুক্তি পায়, যা ইতোমধ্যে হিটের তকমা পেয়েছে। তবে তিনি ৮৩ ও তাখত ছবির মাধ্যমে কাজে ফিরছেন। অন্যদিকে দীপিকা ছাপ্পাক ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরলেন। ইতোমধ্যে এর ফার্স্ট লুক পোস্টার এসেছে। বাস্তবের চরিত্র লক্ষ্মী আগারওয়ালকে অবলম্বন করে এটি সাজানো হয়েছে। এসিড সন্ত্রাসীসহ সব বাধার বিরুদ্ধে লড়াই করে সফল হয়ে নির্যাতিত নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। বিজ্ঞাপনচিত্র: এমএ/ ০৫:৩৩/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WAk2Tk
March 31, 2019 at 11:42PM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top