ঢাকা, ০৯ মার্চ- বহির্বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজ। চলচ্চিত্রের অনেক তারকাদেরেই এতে নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছে। ওয়েব সিরিজ একটি অনলাইন প্ল্যাটফরমের ধারাবাহিক নাটক। যা দর্শকরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পান। এরইমধ্যে ঢালিউডে পপি, বিদ্যা সিনহা মিম, আঁচল, বিপাশা কবির, তানহা তাসনিয়া, চঞ্চল চৌধুরী, শিপন মিত্র, সানজু জন, ইমতুসহ অনেকেই ওয়েব সিরিজে কাজ করছেন। সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাসও ওয়েব সিরিজের কাজের প্রস্তাব পেয়েছেন। তবে তিনি ওয়েব সিরিজে কাজ করতে চান না বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পেলেও আপাতত কাজ করতে চাই না। কারণ চলচ্চিত্রই আমার ক্ষেত্র। আমি চলচ্চিত্র নিয়েই আপাতত ব্যস্ত থাকতে চাই। বর্তমানে অপু বিশ্বাস দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির কাজ করছেন। এ ছবিতে অপুর বিপরীতে বাপ্পি চৌধুরীকে দর্শকরা দেখতে পাবেন। পাশাপাশি কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে শর্টকাট নামে একটি ছবির কাজ করেছেন। এতে আরো অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সন্দীপ কাজল, অনিন্দিতা বসু প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। সামনে এ ছবির ডাবিং শুরু হবে বলে জানান অপু বিশ্বাস। এ ছাড়া কলকাতার আরো একটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে চান না তিনি। এন এ / ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Tt4ILe
March 09, 2019 at 08:25PM
09 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top