মুম্বাই, ০৯ মার্চ- ২০১৩ সাল থেকে পোতাগারু ছবি দিয়ে দক্ষিণ ভারতীয় ছবি কারখানায় নিজের জাদু ছড়াতে শুরু করেছিলেন সাক্ষী চৌধুরী। তার পর বছর ক্রমাগত ঘুরেই গিয়েছে! এবং জেমস বন্ড, অক্সিজেন-এর মতো সফল তেলুগু ছবিতে তার অভিনয়ের সাক্ষী থেকেছেন দর্শক! সাক্ষীর অভিনয় এবং ব্যক্তিত্বের মোহময়ী আবেদন থেকে বাদ যায়নি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিও, ইরুবর-এর মতো প্রসংসিত ছবিতেও দেখা মিলেছে তার। রুস্তম নামের একটি কন্নড় ছবিতেও অভিনয় করতে চলেছেন বলে তিনি জানা গিয়েছে! মুক্তির অপেক্ষায় রয়েছে ম্যাগনেট নামের তার একটি তেলুগু ছবিও! কিন্তু এই সব খবরকে ছাপিয়ে বিতর্ক ফেলেছে নায়িকার এক সাম্প্রতিক টুইট! সেখানে তিনি দাবি করেছেন যে, তার পোস্ট করা টুইটার ছবি আর ভিডিও দেখে অনেকেই তার সঙ্গে রাত কাটানোর জন্য উদগ্রীব, তিনি প্রতি রাতে ১ কোটি টাকার প্রস্তাব পাচ্ছেন! লোকে টুইটারে আমার ছবি আর ভিডিও দেখে পাগল হয়ে গিয়েছে! রাত পিছু ১ কোটি টাকার প্রস্তাব আসছে আমার কাছে। কী বোকা ওরা! আমি নিজেকে বিক্রি করতে আসিনি!, টুইট করেও কে জানে কেন মুছে দিয়েছেন সাক্ষী! এন এ / ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Unr2lU
March 09, 2019 at 08:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top