বিপদে বন্ধুর পাশে দাঁড়ানোটাই তো বন্ধুত্বের পরিচয়। মোশাররফ হোসেন রুবেল, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ ও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন অনেকদিন মাশরাফিদের সঙ্গে। এখনও খেলছেন ঘরোয়া ক্রিকেটে। কিন্তু হঠাৎ করেই দুঃসংবাদ মোশাররফ রুবেলের। আক্রান্ত হয়েছেন ব্রেন টিউমারে। খুব দ্রুতই নিতে হবে উন্নত চিকিৎসা। এরিমধ্যে আবেদন করা হয়েছে সিঙ্গাপুরের ভিসার জন্য। ভিসা হয়ে গেলেই চিকিৎসার জন্য যাবেন সেখানে মাউন্ট এলিজাবেথ হাঁসপাতালে। এতসব খবরে ভেঙেপড়া রুবেল হোসেনকে সাহস দিয়ে যাচ্ছেন তার সতীর্থরা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কও এমন খবর শুনে চমকে গেছেন তবে ধৈর্য ধরতে বলেছেন বন্ধু মোশাররফ হোসেন রুবেলকে। এ নিয়ে আজ নিজের ফেসবুক একাউন্টে লেখেন, রুবেল তুমি দ্রুতই সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। আমরা বন্ধুরা সব সময় তোমার সঙ্গে আছি। এদিকে রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, তার সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও খোঁজ নিয়েছেন মোশাররফ রুবেলের। তথ্যসূত্র: আরটিভি আরএস/ ১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HnR6K6
March 11, 2019 at 11:11PM
11 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top