কলকাতা, ১১ মার্চ- লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই বিভিন্ন সংবাদমাধ্যম ফের একবার সাম্প্রতিকতম সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। প্রায় সবকটি জায়গাতেই দেখা যাচ্ছে এনডিএ তথা বিজেপি বাকীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কিছু জায়গায় বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ, কোথাও বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে থামবে এনডিএ। তবে বিরোধী কংগ্রেস বা ইউপিএ জোট যে সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছে পৌঁছতে পারবে না, তা ফের একবার উঠে এসেছে। অন্যদিকে রাজ্যের হিসাবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ফের একবার নিজেদের ঘাঁটি আগলে রাখতে পারছে। তৃণমূলের জয়জয়কার ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩০টিতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগের বারের চেয়ে ৪টি আসন কম পেলেও নিজেদের গড় অটুট রাখতে পারবে। তবে সমীক্ষায় বিজেপিকে ১২টি আসন দেওয়া হয়েছে। যার অর্থ সবকটি আসন তৃণমূল ও বিজেপি মিলে ভাগাভাগি করে নেবে। কোনও আসন পাবে না বাম-কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বামেরা পশ্চিমবঙ্গে কোনও আসন জিততে পারবে না বলে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে। অর্থাৎ এই প্রথম দুই দল খালি হাতে ফিরবে। এমনটা হলে তা এক রেকর্ড হতে চলেছে নিঃসন্দেহে। কারণ অতীতে এমন রেকর্ড নেই। দেশের নিরিখে এনডিএ সারা দেশের নিরিখে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে, এনডিএ ২৮৫টি আসন জিতবে। বিজেপি তার মধ্যে ২৩৮টি আসন জিততে পারে। দেশের নিরিখে ইউপিএ অন্যদিকে ইউপিএ সারা দেশ মিলিয়ে ১২৬টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে কংগ্রেস জিততে পারে ৮২টি আসন। এমএ/ ০৪:৪৫/ ১১ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NVsUjo
March 11, 2019 at 10:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন