হাসিমারায় মরা মুরগি উদ্ধার, আটক ব্যবসায়ী

হাসিমারা, ২১ মার্চঃ ভাগার কান্ডের ছায়া পড়ল কালচিনি ব্লকের পুরানো হাসিমারায়। বৃহস্পতিবার এলাকার মুরগি বিক্রেতা বাপ্পা বিশ্বাস ফালাকাটা থেকে প্রায় ১ কুইন্টাল মরা মুরগি এনে তার দোকানে বিক্রির চেষ্টা করছিলেন বলে অভিযোগ। বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই মুরগি ব্যবসায়ীর দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখান। হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যবসায়ী ও মরা মুরগির সরবরাহকারী ২ যুবককে আটক করে। দোকানটি সাময়িক ভাবে বন্ধ করে দেয় পুলিশ। ওই ব্যবসায়ীর বিরূদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন সাতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক মনোজ বরুয়া।

সংবাদদাতাঃ সমীর দাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FhKBWs

March 21, 2019 at 01:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top