ঢাকা, ২১ মার্চ- বিয়ে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ তার মামাতো বোনকে বিয়ে করছেন বলে নিশ্চিত করেছেন তার (মোস্তাফিজ) বড় ভাই মোখলেসুর রহমান পল্টু। শুক্রবার (২২ মার্চ) বিয়ের বাগদান অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন পল্টু। তবে বিয়ে আগামী বিশ্বকাপ শেষে হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। মোখলেসুর রহমান পল্টু বলেন, আমাদের মেজ মামার মেয়ে মোসাঃ সামিয়া পারভীন সিমুকে বিয়ে করতে যাচ্ছেন মোস্তাফিজ। পারিবারিকভাবে এ বিয়ে হচ্ছে। সামিয়া পারভীন সিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সামিয়া পারভীন সিমুরা চার বোন এক ভাই। বিয়ের উদ্দেশ্যে মোস্তাফিজ এরই মধ্যে ঢাকা ছেড়ে সাতক্ষীরায় পৌঁছেছেন। আর কনে বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা ছেড়ে যাবেন। উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কাটার মাস্টার মোস্তাফিজুরের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। ফিজ এখন পর্যন্ত খেলেছেন ৪৩ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fqiw0u
March 21, 2019 at 07:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top