আসিতেছে। আপনার প্রিয় প্রেক্ষাগৃহে। আপনাদের পছন্দের চলচ্চিত্র- যদি একদিন। যদি একদিন। যদি একদিন! বাংলা চলচ্চিত্রের প্রচারণা মাইকিংয়ে এমন বাক্য ব্যবহার পুরনো ঐতিহ্য। যদিও সেই ঐতিহ্যে এখন ভাটা পড়েছে। প্রচারণা এখন মাঠ আর মাইকিংয়ের চেয়ে বেশি হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে মুক্তি প্রতীক্ষিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি যদি একদিন-এর প্রচারণায় খোদ রাজধানীতেই ঘটলো মাইকিংয়ের ঘটনা। আজ (৫ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশায় চেপে এই মাইকিংয়ের কাজটি করতে দেখা গেল ছবির নায়ক তাহসান খানকে। সঙ্গে ছিলেন নির্মাতা রাজও! বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, চারুকলার মোড়ে তাদের এভাবেই পাওয়া গেল। পুরো প্রক্রিয়া প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, আমরা চেয়েছি চলচ্চিত্রটিকে নিয়ে দর্শকের কাছে যেতে। প্রচারণার অংশ হিসেবে আমরা এমন আরও কিছু কর্মসূচি হাতে রেখেছি। এদিকে শুধু মাইকিং নয়, নানা রকমের প্রচারণায় থাকছেন এর কলাকুশলীরা। এর আগে নিজ হাতে পোস্টার লাগিয়েছেন, অনলাইন জরিপের উত্তর দিয়েছেন এই চলচ্চিত্রের নায়ক তাহসান। তিনি বলেন, ফেসবুকে একটি পোল (নির্বাচন) হয়েছিল। যেখানে ৮০ ভাগ মানুষ বলেছেন আমাকে বড় পর্দায় দেখতে চান। আর ২০ ভাগ মানুষ না বলেছেন। যারা চেয়েছেন তাদের ধন্যবাদ। আর যারা চান না, তাদেরও বলবো, আপনারা ছবিটি দেখুন। আমার জন্য না হলেও পরিচালক রাজ বা ছোট্ট শিল্পী রাইসার জন্য প্রেক্ষাগৃহে যান। অসাধারণ অভিনয় করেছে রাইসা। অসাধারণ একটা গল্প আছে এখানে। যে গল্পটা আমাদের সবার জীবনই বয়ে বেড়াচ্ছে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত যদি একদিন চলচ্চিত্রে তাহসানের বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন রাইসা, তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটি ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে। মাইকিংয়ের ভিডিও: এমএ/ ০২:০০/ ০৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IQt1h9
March 06, 2019 at 08:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন