বলিউডের দিকে তাকালেই আমরা খুঁজি পরিচালক, নায়ক-নায়িকা কিংবা গায়ক গায়িকা। একটা সিনেমা সুন্দর হওয়ার ক্ষেত্রে অন্যতম যার অবদান রয়েছে, তিনি সিনেমাটোগ্রাফার। বলিউডে রয়েছে অসংখ্য নামকড়া সিনেমাট্রোগ্রাফার। যাদের ক্যামেরায় ফুটে উঠে বলিউড সিনেমার সৌন্দর্য্য। এসব সিনেমাটোগ্রাফার যে শুধুমাত্র বলিউডে কাজ করেন তা নয়, ভারতের আঞ্চলিক সিনেমাতেও রয়েছে তাদের অবদান। এমন কয়েকজন বিখ্যাত সিনেমাটোগ্রাফারেরই খোঁজ নেওয়া হল। রবি কে চন্দ্রন: তিনি শুধুমাত্র সিনেমাটোগ্রাফারই নন, পরিচালনাতেও তার সুনাম রয়েছে। জন্ম তামিল নাড়ুতে। বড় ভাই কে রামাচন্দ্র বাবুও ছিলেন সিনেমাটোগ্রাফার। ভাইয়ের সঙ্গেই সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে মিউজিক ভিডিওর মাধ্যমে হাত পাকিয়েছেন। ১৯৯২ সালে মালায়ালাম সিনেমা আর্থানার মাধ্যমে ক্যারিয়ার শুরু। এরপর টানা ৬ বছর দক্ষিণের বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেন। ১৯৯৮ সালে কাভি না কাভি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর একে একে বলিউডের দিল চেহতা হ্যায়,কোই মিল গায়া, ব্লাক,পেহেলি , সাওয়ারিয়া, রাব নে বানাদে জোড়ি, গজনি, মাই নেইম এই খানসহ অসংখ্য সিনেমার ক্যামেরার পেছনে ছিলেন। সামনে স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২ সিনেমার ক্যামেরাও তিনিই চালাচ্ছেন। অনিল মেহতা: সিনেমাটোগ্রাফি নিয়েই পড়াশুনা করেছে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। এরপর কাজ শুরু করেন বলিউড ইন্ডাস্ট্রিতে। তার ক্যামেরায় ধরা হয়েছে, বীর জারা, খামোশি : দ্যা মিউজিক্যাল, হাম দিল দে চুকে সনম, সাথিয়া, কাভি আলভিদা না কেহনা, রকস্টার,বিয়ন্ড দ্যা ক্লাউডস, বদলাপুর, হাইওয়ের মত অসংখ্য সিনেমা। গোবিন্দ নিহালিনি: জন্ম পাকিস্তানে। দেশভাগের পর পরিবারের সঙ্গে ভারতে পাড়ি জমান। প্রখ্যাত সিনেমাট্রোগ্রাফার ভিকে মূর্তির সহকারী হিসেবে কাজ শুরু করেন। তিনি দেব, দ্রোহকাল,পার্টি ,আঘাত, তামাসার মতো অসংখ্য ক্লাসিক সিনেমার সিনেমাটোগ্রাফার তিনি। রবি বর্মন: মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার শুরু। দক্ষিনের সব ভাষাতেই সিনেমা করেছেন তিনি। বলিউডে সে তুলনায় কিছুটা কম কাজ করেছেন। তবে যেসব কাজ করেছেন। তাতে রেখেছেন দক্ষতার স্বাক্ষর ফির মিলেঙ্গি,বরফি,রামলীলা, তামাশা,জগ্গা জাসুস সাঞ্জু তার উল্লেখযোগ্য বলিউডি সিনেমা। সন্তোষ শিভান: তিনিও দক্ষিনী সিনেমাটোগ্রাফার। দক্ষিণ ভারতেই বেশিরভাগ কাজ করেছেন। কাজ করেছেন ইংলিশ ছবিতেও। ১১ বার জাতীয় পুরস্কার পেয়েছেন বিভিন্ন ভাষার সিনেমায় কাজের সুবাধে। সবচেয়ে বেশি কাজ করেছেন মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। বলিউডে করেছেন,বারসাত,দিল সে,কুচ কুচ হোতা হে,পুকার,ফিজা,মিনাক্ষি,রাবন। সুদীপ চ্যাটার্জি: কলকাতায় জন্ম নিয়েছেন এ সিনেমাটোগ্রাফার। ইঞ্জিনিয়ারিং ছেড়ে পড়াশুনা করেছেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে। তিনি বলিউডেই কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পদ্মাবত,বাজিরাও মাস্তানি, কাবিল,গুজারিশ,ধুম ৩,থাকরে,কামিনে,লাকি: নো টাইম ফর লাভ। এছাড়াও রয়েছেন বিনোদ প্রধান (দেবদাস), মনমোহন সিং( দিল ওয়ালে দুলহানে লে জায়েঙ্গা, সুনীল প্যাটেল (ডন), সেজাল শাহ (বডিগার্ড), অভিক মুখার্জি (অক্টোবর, পিংক), কমলজিৎ নেগি( মাদ্রাস ক্যাফে), রাজিব মেনন (গুরু)। এমএ/ ০২:০০/ ০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Tu0vWW
March 06, 2019 at 08:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top