মঞ্চে উপস্থিত দর্শকের সামনে পিয়ানোতে সুর তুলেছে ১৩ বছরের এক কিশোর। তার সুরের মূর্ছনায় বুঁদ সকলেই। এমনকী তার সুরের জাদুতে মুগ্ধ হয়েছেন ভারতীয় সুর সম্রাট এআর রহমান। ওই খুদে পিয়ানো বাদকের ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যে ২.৬ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। লাইক পড়েছে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি। ভিডিওটি দেখে নেট জনতা অভিভূত। কারণ, ভিডিওতে পিয়ানো বাজানোর সময় ওই খুদে পিয়ানো বাদককে চোখ বাঁধা অবস্থায় দেখা গেছে। চোখ বেঁধে মোজার্টের বিশ্বখ্যাত সুর টার্কিশ মার্চ এর ঝড় তোলে পিয়ানোতে। অনেকেই বলছেন, কী করে না দেখে পিয়ানোতে এমন সুর তুলতে পারে এই কিশোর! এক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লিডিয়ান নাধাস্বরম নামের এই খুদে পিয়ানো বাদক চেন্নাইয়ের বাসিন্দা। ইউএস ট্যালেন্ট শো দ্য ওয়ার্ল্ডস বেস্ট-এ অংশ নিয়েছিল এই বিস্ময় বালক। সেখানেই নিজের কারিশমা দেখায় লিডিয়ান। চমক আরও দেখাতে পারে লিডিয়ান। ফেসবুকে শেয়ার করা ভিডিওতে লিডিয়ানকে বলতে শোনা গেছে, সে নিজের দুই হাতে দুটো পিয়ানোতে দুটো আলাদা গান একসঙ্গে বাজাতে সক্ষম। লিডিয়ান বলছে, ধরুন আমি বা হাতে পিয়ানোতে মিশন ইমপসিবল এবং ডান হাতে পিয়ানোতে হ্যারি পটার একই সঙ্গে বাজাতে পারি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২ বছর বয়সে ড্রাম বাজানো শুরু করেন লিডিয়ান। লিডিয়ান ম্রুদাঙ্গাম, গিটার ও তবলা বাজাতেও পারদর্শী। দেখুন সেই ভিডিও: সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tZ9OzF
March 10, 2019 at 08:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top