অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি নেতা

রায়গঞ্জ, ১০ মার্চঃ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি ভক্ত কুমার রায়কে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। শনিবার ভোর ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের শ্মশান কলোনি এলাকায় তাঁর বাড়ির উঠোনে একটি ক্যারি ব্যাগে পড়ে ছিল বোমা। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভক্ত রায়ের দাদার অভিযোগ, গভীর রাতে পুলিশ এসে বোমা ও পিস্তল বাড়ির উঠোনে ফেলে রেখে যায়। এরপর পুলিশ আমাদের ডাকাডাকি করে। ঘুম থেকে উঠতেই দেখি বাড়ির উঠোনে প্রচুর পুলিশ প্রাচীর টপকে ঢুকেছে। মিথ্যা মামলায় আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। বোমা উদ্ধারের জন্য বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে।’

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Cd7Q34

March 10, 2019 at 02:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top