কলকাতা, ১৭ মার্চ- বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হল দুজনকে। তার মধ্যে একজন বিজেপির আইটি সেলের আহ্বায়ক সৌমেন্দু চক্রবর্তী। বাদুড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ওই একই অভিযোগে গাইঘাটা থেকে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। দুজনের নামেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে বসিরহাট থানার পুলিস। ধৃত বিজেপির আইটি সেলের আহ্বায়ক সৌমেন্দু চক্রবর্তীর মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। তাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিস। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ ষড়যন্ত্র করে তাঁদের দলের নেতাকে ফাঁসানো হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তাঁকে ও মিমি চক্রবর্তীকে অশ্লীল আক্রমণ করেছে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম উঠে এসেছে। তাই নিয়ে নুসরত স্পষ্ট জবাব দিলে, যাঁরা এই ধরনের মিম বানাচ্ছে, তাঁদের জীবনে শিক্ষা ও সংস্কৃতির অভাব আছে। নিজেদের বাড়ির মহিলাদের যখন এভাবে কুৎসিত আক্রমণ তাঁরা করেন না, তখন এভাবে একজন মহিলা প্রার্থীকে আক্রমণের কী মানে? আসলে, এরা ভদ্রতা, সভ্যতার সীমা অতিক্রম করে যাচ্ছেন। এন এ / ১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ob557c
March 17, 2019 at 04:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন