কলকাতা, ১৭ মার্চ- লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই আবার শিরোনামে আসতে শুরু করে দিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার আবার নকুল দানা খাওয়ার কথাও বলে রেখেছেন দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। এবার নানুরে তৃণমূলের একটি কর্মিসভায় রীতিমতো হুমকির সুর অনুব্রতর গলায়। নানুরের কর্মিসভায় এক স্থানীয় নেতাকে অনুব্রত মণ্ডল জিজ্ঞেস করেন, সিপিএম আছে নাকি? উত্তর আসে, হ্যাঁ, সিপিএম আছে। অনুব্রত জানতে চান, কতটা? আবার উত্তর আসে, সামান্য ২০ শতাংশ আছে। অনুব্রত প্রশ্ন, ব্যবস্থা করতে পারছি না? স্থানীয় নেতার মৃদুস্বরে জবাব, চেষ্টা তো করছি... এরপরই অনুব্রত নিদান, ভালবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, কথা বলে, চোখ বুজিয়ে দিয়ে অনেক রকম আছে। বোঝাচ্ছি তো...অনুব্রত তখন বলেন,বোঝা বোঝা, মমতা ব্যানার্জির উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে দে, মানুষ মেনে নেবে। দিন কয়েক আগে অনুব্রত দাবি করেন, অনুব্রত দাবি করেন, বীরভূমে ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছেন বিজেপি ও সিপিএমের নেতারা। বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় বীরভূম থেকে তাঁদের দলের হয়ে ভোটে দাঁড়াতে চাইছেন না। ভোটে দাঁড়াতে চাইছেন না সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম এন এ / ১৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O8Hnsf
March 17, 2019 at 03:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন