ভেঙে পড়ার পাঁচ মাস পরেও সংস্কার হয়নি সেতু

সৌরভ রায়,  ফাঁসিদেওয়া, ৪ মার্চঃ গত বছর প্রায় নয় টন ইটবোঝাই একটি ট্রাকের ভার সইতে না পেরে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া এবং চটহাট গ্রামের সংযোগ রক্ষাকারী পিছলা নদীর মানগছ সেতুটি ভেঙে পড়ে। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেতুটির কোনো সংস্কারই করা হয়নি। সমস্যা মেটাতে সেই সময় এলাকায় একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। আজ পর্যন্ত ওই সাঁকোটি দিয়ে বাসিন্দারা কোনোমতে যাতায়াত করছেন। কিন্তু এভাবে যাতায়াতে বাসিন্দাদের খুবই সমস্যা হচ্ছে। অবিলম্বে ভেঙে পড়া সেতুটির সংস্কারে তাঁরা দাবি জানিয়েছেন। মানগছে ভেঙে পড়া পুরোনো কংক্রিটের সেতুটির অংশবিশেষ পুরোপুরিভাবে সরিয়ে নতুনভাবে সেতু তৈরির কাজ শুরু হবে বলে শিলিগুড়ি মহকুমা পরিষদ সূত্রে অবশ্য জানা গিয়েছে। সভাধিপতি তাপস সরকার বলেন, সেতু তৈরির মতো আমাদের কাছে য়থেষ্ট টাকা নেই। তাই আমরা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাছে টাকা চেয়ে চিঠি পাঠিয়েছি। এ নিয়ে এখনও সবুজ সংকেত না মিললেও শীঘ্রই সমস্যা মিটবে বলে সভাধিপতি আশা প্রকাশ করেন।

গত সেপ্টেম্বরে ফাঁসিদেওয়া এবং চটহাট গ্রামের সংযোগ রক্ষাকারী পিছলা নদীর মানগছ সেতুটিও ভেঙে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, এলাকার গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কারের বিষয়ে প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না। পুরোনো কংক্রিট সেতু ভেঙে পড়ার কিছুদিন পর ফাঁসিদেওয়ার তত্কালীন বিডিও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এখানে একটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছিলেন। তারপর থেকে এই সাঁকোটি দিয়ে নিকরগছ, জাকিরগছ, গোয়ালগছ, মানগছ, নীচবাজার সহ একাধিক গ্রামের  বাসিন্দারা কোনোমতে যাতায়াত করেন। কিন্তু বড়ো গাড়ি নিয়ে সাঁকোটি পারাপার করা যায় না। এর ফলে বেশ কয়েক কিলোমিটার ঘুরে বাসিন্দাদের যাতায়াত করতে হয়। এলাকার এক কৃষিজীবীর কথায়, উত্পাদিত ফসল গাড়ি বোঝাই করে চটহাট বাজারে নিয়ে যেতাম। কিন্তু সেতুটি ভেঙে পড়ার পর থেকে খুবই সমস্যা হচ্ছে। অল্প পরিমাণ ফসল থাকলে বাইকে করে সাঁকোর উপর দিয়ে যাতায়াত করি। অন্যথায় বেশি ভাড়া দিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। শীঘ্রই মানগছ সেতু মেরামত করা হলে অনেকেই উপকৃত হবেন বলে তিনি জানান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UiwoyX

March 04, 2019 at 01:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top