জল পাচ্ছেন না আলিপুরদুয়ারের তিন গ্রামের দশ হাজার মানুষ

শালকুমারহাট, ১ মার্চঃ এক সপ্তাহ ধরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)-এর জলের মূল পাইপ ফেটে যাওয়ায় খাওযার জল পাচ্ছেন না আলিপুরদুয়ার জেলার তিনটি গ্রামের ৫টি পঞ্চায়েত এলাকার ১০ হাজার বাসিন্দা। পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ি, মেজবিল ও পারপাতলাখাওযা-গুদামটারি গ্রামে পানীয় জলের অভাব দেখা দেওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। কেউ কেউ জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। অনেকেই বাড়ির আয়রনযুক্ত নলকূপের জলই খাচ্ছেন। ফালাকাটা-সোনাপুর জাতীয় সড়কের নিউ পলাশবাড়িতে পিএইচইর মূল পাইপ ফেটে যাওয়ায় পানীয় জল পরিসেবা বন্ধ রয়েছে গ্রামগুলিতে। স্থানীয়দের অভিযোগ, শুধু মূল পাইপই নয়, একাধিক জায়গায় জলের পাইপে ফুটো রয়েছে। পিএইচই দপ্তর ও প্রশাসনকে বারবার বিষয়টি জানানো সত্ত্বেও জল পরিসেবা স্বাভাবিক হচ্ছে না। পিএইচই দপ্তরের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আলিপুরদুয়ার-১-এর বিডিও শ্রেয়সী ঘোষ বলেন, পিএইচই-র ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছি। আশা করি দুদিনের মধ্যে জল পরিসেবা ঠিক হযে যাবে।

পলাশবাড়িতে থাকা পিএইচই-র দুটি পাম্পহাউসের মাধ্যমে পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে পানীয় জল পরিসেবা দেওযা হয়। ফালাকাটা-সোনাপুর জাতীয় সড়কের পাশে মাটির তলায় রয়েছে জলের মূল পাইপ। এই রাস্তায় চলছে ইস্ট-ওযে্ট করিডরের কাজ। জানা গিয়েছে, গত শুক্রবার মাটি সমান করতে গিয়ে ফেটে যায় পিএইচইর পাইপ। এজন্য পরদিন সেখানে কাজও বন্ধ করে দেন গ্রামবাসী। পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের উলটো দিকেই এই ঘটনা ঘটে। অভিযোগ, পিএইচইর কর্মীরা দু-একদিনের মধ্যে পাইপ মেরামতের আশ্বাস দেন। এরপর কেটে গিয়েছে ৬ দিন। বৃহস্পতিবারও জল মেলেনি এলাকায়। এদিকে জলের মূল পাইপ ফাটা থাকায় পশ্চিম কাঁঠালবাড়ি ও মেজবিল, পারপাতলাখাওয়া-গুদামটারি গ্রামের প্রায় দশ হাজার মানুষ এক সপ্তাহ ধরে জল পাচ্ছেন না। মেজবিলের বাসিন্দা তপন বর্মন, সঞ্জীব দে জানান, বাধ্য হযে কেনা জল খেতে হচ্ছে। পঞ্চায়েত অফিসে জানিযে কাজ হচ্ছে না। পশ্চিম কাঁঠালবাড়ির ভিক্টর রায়, রতন রায় জানান, এক সপ্তাহ ধরে বাধ্য হযে নলকূপের আয়রনযুক্ত জল খেতে হচ্ছে। একই গ্রামের পুঁটিমারি মোড়ের মহানন্দ বিশ্বাস বলেন, ৬ মাস ধরে একাধিক জায়গায় জলের পাইপে ফুটো তৈরি হয়েছে। অনেক জল এমনিতেই অপচয় হয়। আবার বাইরের নোংরা ওই ফুটো দিযে ঢুকে পানীয় জলকে দূষিতও করে। তিনি বলেন, আড়াই মাস আগে আপনার পঞ্চায়েতে প্রশাসন কর্মসূচিতে বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনকে জানানো হয়। এখনও সেইসব ফুটো মেরামত করা হয়নি।

পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সরোদিনী বর্মন ও উপপ্রধান সৌরভ পাল বলেন, ঘটনার পরেই পিএইচই-র কর্মীদের জানানো হয়। গ্রামের মানুষ জল না পেয়ে আমাদের চাপ দিচ্ছেন। দপ্তর কেন কাজটি করছে না তা খতিযে দেখা হচ্ছে। পিএইচই-র আলিপুরদুযারের এগ্জিকিউটিভ ইঞ্জিনিযার প্রদীপ সরকার অবশ্য বলেন, আমরা গত বুধবার খবরটি পেয়েছি। দপ্তরের কর্মীদের বলে দেওযা হয়েছে, যাতে খুব শীঘ্রই কাজটি করে দেয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SBHr4J

March 01, 2019 at 01:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top