শ্রীগঙ্গানগর, ১০ মার্চঃ ফের ভারতের মধ্যে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন। শনিবার সন্ধ্যায় ড্রোনটিকে গুলি করে নামায় ভারতীয় সেনার এয়ার ডিফেন্স উইং। শনিবার সকালেই আর একবার ড্রোন ঢুকিয়েছিল পাক সেনা। সেটি অবশ্য অক্ষত অবস্থায় ফিরে যায়।
সূত্রের খবর, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজস্থান সীমান্তের শ্রীগঙ্গানগরের কাছে ভারতের আকাশে উড়তে দেখা যায় ড্রোনটিকে। সেনাবাহিনীর এয়ার ডিফেন্স উইং সেটিকে তাদের রাডারে দেখতে পায়। আধঘণ্টার মধ্যে সাড়ে সাতটা নাগাদ সেটিকে গুলি করে নামিয়ে ফেলে সেনাবাহিনী। শনিবারই ভোর পাঁচটা নাগাদ হিন্দুমালকোট সীমান্তের কাছে শ্রীগঙ্গানগর দিয়ে ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানের পাঠানো একটি ড্রোন। কিন্তু বিএসএফ জওয়ানরা সেটির দিকে গুলি ছুড়তে শুরু করলে সেটি ফিরে যায়। এর আগে গত ৪ মার্চ রাজস্থানের বিকানেরে আরও একটি পাকিস্তানি ড্রোনকে এয়ার টু এয়ার মিসাইল ছুড়ে করে নামায় ভারতীয় বায়ু সেনা। গত ২৬ ফেব্রুয়ারি গুজরাটের কচ্ছের কাছে আরও ওকটি পাক ড্রোনকে নামিয়ে দেয় ভারতের স্পাইডার সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J1kNmt
March 10, 2019 at 11:36AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন