মুম্বাই, ০৯ মার্চ- শ্রীদেবী কন্যা জাহ্ণবী কাপুর এখন বলিউডের আলোচিতদের কাতারে উঠে এসেছেন। সবসময় তাকে ঘিরে থাকে মিডিয়ার আগ্রহী চোখ। সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় ব্যায়ামাগার থেকে বের হওয়া পরিশ্রান্ত ঝলমলে জাহ্নবীর ছবি। যেগুলো ক্যামেরবন্দি করেন পাপারাজ্জিরা। কিন্তু কেন প্রতিদিন নতুন সব জামা পরে জিমে যাচ্ছেন জাহ্নবী? এত জামা তার আসছেই বা কোত্থেকে? এবার জাহ্নবী নিজেই ফাঁস করলেন কারণ। শরীর ঠিক রাখতে প্রতিদিন নিয়মিত জিমে যান জাহ্নবী। তার অপেক্ষায় ব্যায়ামাগারের বাইরে দাঁড়িয়ে থাকে পাপারাজ্জিরা। জাহ্নবী গাড়ি থেকে নামতেই শুরু হয় ছবি তোলার প্রতিযোগিতা। গত শুক্রবারেও বরাবরের মতো জিমে যাচ্ছিলেন জাহ্ণবী। খয়েরি রঙের লেগিংস ও একটি টপ পরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে পাপারাজ্জিদের মধ্যে থেকে একজন কিছু একটা বলে বসেন। প্রত্যুত্তরে জাহ্নবী বলেন, আপনাদের জন্যই তো প্রতিদিন নতুন জামা পরে আসতে হয়, যাতে আপনারা ছবি তুলতে পারেন। এছাড়া সম্প্রতি কফি উইথ করন অনুষ্ঠানে উপস্থাপক করণ জোহর জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার যে এত ছবি ভাইরাল হয় কীভাবে? তুমি কি পাপারাজ্জিদের ডেকে আন? জবাবে জাহ্নবী বলেছিলেন, আমার ডাকতে হয় না। তারা নিজে থেকেই আমার জন্য অপেক্ষা করেন। আমি বরং তাঁদের না আসতে অনুরোধ করেছিলাম। বলেছিলাম, ভাই জিমে আসার জন্য আমার আর জামা নেই। এখন কেবল পায়জামাগুলোই বাকি। উল্লেখ্য, ইদানিং কারিনা কাপুরকেও দেখা যাচ্ছে প্রতিদিন নতুন নতুন জামা পরে জিমে যেতে। এন এ/ ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TsGErN
March 10, 2019 at 06:23AM
10 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top