মুম্বাই, ০৯ মার্চ- আন্তর্জাতিক নারী দিবসে মাকে সম্মান জানিয়ে নিজেই রান্না করলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ১০০টি সেঞ্চুরির ইতিহাস গড়ে ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই কিংবদন্তি নিজের করা রান্না প্রসঙ্গে বলেন, রান্নার ভালো না হলেও মা কখনও মুখে বলবে না। মায়েরা এমনই হয়। মায়ের হাতের রান্নার স্বাদের কোনও তুলনা হয় না। সেই রান্নার স্বাদের সঙ্গে আমার করা রান্নার তুলনাই চলে না। ছেলের হাতের রান্না খেয়ে শচীনের মা বলেন, বাহ্, বেশ মুখরোচক হয়েছে। একেবারে পারফেক্ট। মশলাও ঠিকঠাক হয়েছে, কম বেশি হয়নি। উল্লেখ্য, ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের একটি সেলাই কারখানায় নারী শ্রমিকরা ভোটাধিকারসহ তাদের মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট বেশকিছু সুনির্দিষ্ট দাবিতে আন্দোলন করলে তারা পুলিশি নির্যাতনের শিকার হন। এ ঘটনাকে স্মরণ করে বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশগুলো দিনটিকে সরকারিভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসছে। এন এ/ ০৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ELo04l
March 10, 2019 at 05:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top