মুম্বাই, ২০ মার্চ- টেন্ডুলকার পদবির ভারটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অর্জুন। বয়স সবেমাত্র ১৯। তাতে কী? এ বয়সেই বাবা শচীন শাসন শুরু করেছিলেন। বিশ্বের বাঘা বাঘা বোলারদের নিয়ন্ত্রণে আনতে শুরু করেছিলেন। সেই অর্থে এখনও দাগ কাটতে পারেননি ছেলে। তবে অর্জুনের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করতে নারাজ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরিয়ান। তাই মুম্বাই টি-টোয়েন্টি লিগে অভিষেকের আগে ছেলেকে মহামূল্যবান পরামর্শ দিলেন বাবা শচীন টেন্ডুলকার। এর আগে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুটি বেসরকারি টেস্ট খেলেন অর্জুন। সেগুলোতে আহামরি কোনো পারফরম্যান্স উপহার দিতে পারেননি তিনি। তাই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ শুরুর আগে শচীন জানালেন, পারফরম্যান্স নয়, ক্রিকেটের প্রতি ওর আগ্রহটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। লিগে প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়ে অর্জুনকে সাহস জুগিয়ে লিটল মাস্টার বলেন, শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে সফল হতে পারনি তো কি হয়েছে? আগামী দিনে দুরন্ত প্রত্যাবর্তনের সব রসদ আছে তোমার মধ্যে। ভারতীয় সাবেক ব্যাটিং ঈশ্বরের আরও সংযোজন, খেলাধুলায় কোনো নিশ্চয়তা নেই। স্বল্প সুযোগ কাজে লাগিয়ে তোমাকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করতে হবে। লংকায় দুই টেস্টে ব্যাট হাতে মাত্র ১৪ রান করেন অর্জুন। পাশাপাশি বল হাতে শিকার করেন মাত্র ৩ উইকেট। তবে হতাশ না হয়ে বরং আশাবাদী সিনিয়র টেন্ডুলকার। ছেলেকে তার পরামর্শ, একবার তোমার পারফরম্যান্স কথা বলতে শুরু করলে ক্রিকেট তোমাকে শীর্ষে পৌঁছে দেবে। অনুরাগীরা তোমাকে ও তোমার পারফরম্যান্স অনুসরণ করা শুরু করবে। তাই ছেলে অর্জুনকে নিয়ে সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের সাফ কথা, পারফরম্যান্স যাই হোক না কেন ক্রিকেটের প্রতি ওর আগ্রহ ও ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে দামি। মুম্বাই লিগ নিয়ে শচীনের মত, এ টুর্নামেন্ট কেবল আইপিএলে সুযোগ পাওয়ার সিঁড়ি নয়। বরং ক্রিকেটের প্রতি দায়বদ্ধ অনামী-অখ্যাত ক্রিকেটারদের জন্য দুর্দান্ত একটা মঞ্চ। এন এ / ২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CpBlPq
March 20, 2019 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top