শিবগঞ্জে স্বতন্ত্রপ্রার্থীর গাড়িতে হামলার অভিযোগকে ঘিরে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসিন মিয়ার গাড়ির উপর হামলার ঘটনাকে ঘিরে শনিবার শিবগঞ্জে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্বতন্ত্রপ্রার্থী মহসিন মিয়া ও পরে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের পক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
স্বতন্ত্রপ্রার্থী মহসিন মিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শুক্রবার রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক নেতার সঙ্গে কথা বলতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার গাড়ির উপর অতর্কিত হামলা চালায়। এসময় তিনি রক্ষা পেলেও তার ব্যবহৃত মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ৪ মার্চ চককৃত্তি ইউনিয়নে হামলার শিকার হয়েছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে হামলার জন্য তিনি আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থকদের দায়ী করেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি মেসবাহুল হক বাবু।
 এদিকে, স্বতন্ত্রপ্রার্থীর সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম টুটুল বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতেই মহসিন মিয়ার সমর্থকরা হামলার নাটক সাজাচ্ছেন। তারা জনগনের কাছে সাড়া না পেয়ে নির্বাচনকে বির্তকিত করার ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তা, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৬-০৩-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2UDSAUb

March 16, 2019 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top