জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কোনো জাল ফেলবোনা, জাটকা ইলিশ ধরবোনা’ এই শ্লোগান নিয়ে সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা। র‌্যালিতে বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ জেলেরা অংশ নেয়।
সভায় জাটকা ইলিশ সংরক্ষণের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়। র‌্যালি ও সভায় প্রশাসনের কর্মকর্তার পাশাপাশি মৎসজীবিরাও অংশ নেন।
উল্লেখ্য, ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ চলবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2CjKjxC

March 16, 2019 at 06:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top