মেটেলি, ৫ মার্চঃ পাচারের আগেই গাড়ি উদ্ধার করল পুলিশ। রবিবার আসামের বরপেটা এলাকা থেকে ওই গাড়িটি উদ্ধার করা হয়। যদিও দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা গিয়েছে, রবিবার এক ব্যক্তি এনজেপি থেকে প্যাসেঞ্জার নামিয়ে খালি গাড়ি নাগড়াকাটায় নিয়ে আসছিলেন। সেই সময় এনজেপিতে দু’জন অচেনা যুবক বিন্নাগুড়ি যাওয়ার নাম করে ওই গাড়িতে ওঠে। আসার সময় তাঁরা গাড়ির চালককে গাড়ির মধ্যে নেশা জাতীয় কোনো পানীয় পান করান বলে অভিযোগ। এর পর ওই চালক অজ্ঞান হয়ে পড়েন। গতকাল বিকেলে গাড়ির চালককে লাটাগুড়ি জঙ্গলের জাতীয় সড়কের পাশে পরে থাকতে দেখা যায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ী গ্রামীন হাসপাতালে ভরতি করেন। চালকের জ্ঞান ফিরলে তিনি পুলিশকে বিষয়টি জানান। নাকা চেকিং শুরু হয় সমগ্র এলাকায়। আলিপুরদুয়ার জেলার বারোবিশা এলাকায় সিসিটিভি ফুটেজে ওই গাড়িটিকে দেখা যায়। অসমের বরপেটা এলাকা থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়। অসম পুলিশের সাথে কথা বলে সোমবার গাড়িটিকে থানায় নিয়ে আসে মেটেলি থানার পুলিশ। চালক বর্তমানে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NKe7YW
March 05, 2019 at 01:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন