বিজেপির ওয়েবসাইট হ্যাকড

দিল্লি, ৫ মার্চঃ বিজেপির ওয়েবসাইড হ্যাকড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসহ কিছু বিতর্কিত, হাস্যকর ও আপত্তিজনক পোস্ট দেখা যায়। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ বিষয়টি চোখে পড়ায় টুইটারে বিজেপি-কে ট্যাগ করে অনেকেই পোস্ট করেন। যদিও এবিষয়ে এখনও মুখ খোলা হয়নি বিজেপির তরফে। তবে হ্যাক হওয়ার খবর ছড়ানোর পর বিজেপি-র ওয়েবসাইটটি এখন খোলা যাচ্ছে না।

এবিষয়ে কংগ্রেসের সোশাল মিডিয়া হেড দিব্যা স্পন্দনা টুইট করে বলেন, ‘ভাইয়া ওর বেহনো, আপনারা যদি এখনও বিজেপি-র ওয়েবসাইটটি না দেখেন তাহলে বড় ভুল করছেন।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tTgQWw

March 05, 2019 at 04:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top