জলপথে হামলার জন্য চলছে জঙ্গি প্রশিক্ষণ, সতর্ক নৌসেনা প্রধানের

নয়াদিল্লি, ৫ মার্চঃ পুলওয়ামা হামলার রেশ কাটতে না কাটতেই ফের নয়া আশঙ্কার কথা শোনালেন নৌসেনা প্রধান। নেভি চিফ অ্যাডমিরাল সুনীল লানবা সতর্ক করে বলেছেন, সমুদ্রপথে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। এমনই রিপোর্ট রয়েছে তাঁর কাছে। দিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়লগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে থাকা খবর অনুযায়ী বিভিন্ন মোডাস অপারেন্ডি নিয়ে হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। সমুদ্র দিয়ে হামলারও প্রশিক্ষণ চলছে।’

প্রসঙ্গত, ২০০৮ সালে ১০ লস্কর জঙ্গি এক ভারতীয় মত্‍‌স্যজীবীর নৌকা হাইজ্যাক করে হামলা চালিয়েছিল মুম্বইয়ে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NKBmlj

March 05, 2019 at 04:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top