মুম্বাই, ০৫ মার্চ- ২০১৬ সালে পিঙ্ক এর পর আবারও একসঙ্গে রূপালি পর্দায় আসছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও অভিনেত্রী তাপসী পান্নু। সৌজন্যে আসন্ন ছবি বদলা। এতে অমিতাভকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। আর বলিউড মেগাস্টারের মক্কেলের চরিত্রে দেখা যাবে তাপসী পান্নুকে। সুজয় ঘোষ পরিচালিত এই রহস্য থ্রিলারের-সহ প্রযোজনা করছেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যমের খবর, এই ছবিটি নিয়েই শাহরুখের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অমিতাভ। বিগ-বির অভিযোগ, এই ছবির একটি পোস্টার তাঁর পছন্দ হয়েছিল। কিন্তু তা বাতিল করে দেন শাহরুখ স্বয়ং। প্রোডাকশন টিম তাকে এই তথ্য জানিয়েছিল। সম্প্রতি এক টিভি শোতে হাজির হয়ে অমিতাভ এ তথ্য জানান। সেখানে উপস্থিতি ছিলেন কিং খান শাহরুখও। জানা গেছে, শাহরুখও নাকি সে অভিযোগ মেনে নিয়েছেন এবং নিজের অপছন্দের কথা স্পষ্ট জানিয়েছেন। আরও পড়ুন: সাবেক প্রেমিকের সঙ্গে দীপিকার ছবি ফাঁস! পাকিস্তানে ঢুকে ১০০ বোমা ফেলতে চান রাখী সাওয়ন্ত আরএস/ ০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NJbzdt
March 05, 2019 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top